17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারী

চিকলী নিউজ : নীলফামারীতে ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ নীলফামারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড় ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী।

ম্যাচে ২টি গোল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের আলিফ নুর এছাড়া মোরসালিন ও মুজিবুর রহমান ১টি করে গোল করেন চ্যাম্পিয়ন দলের হয়ে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতায় ছিলো যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, পঞ্চগড় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়