নাজমুজ সাকিব, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দুই কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রেল জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রামসাগর ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে তিন নম্বর প্লাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে ধরা হয়। তার কাছে থাকা নুডলস প্যাকেট থেকে ১ কেজি ৩শ’ গ্রাম, বম্বে সুইটস চানাচুরের প্যাকেটে ৩শ’ গ্রাম এবং টোস্ট প্যাকেটে ৫শ’ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন দাঁড়ায় ২ কেজি ১শ’ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম লালমনিরহাট সদর উপজেলার বনগ্রামের ফজল করিমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।


