26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

ট্রেন থেকে বিপুল পরিমান মাদক সহ পার্বতীপুরে যুবক আটক

‎নাজমুজ সাকিব, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দুই কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
‎সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রেল জংশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা রামসাগর ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে তিন নম্বর প্লাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলমকে ধরা হয়। তার কাছে থাকা নুডলস প্যাকেট থেকে ১ কেজি ৩শ’ গ্রাম, বম্বে সুইটস চানাচুরের প্যাকেটে ৩শ’ গ্রাম এবং টোস্ট প্যাকেটে ৫শ’ গ্রাম শুকনো গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন দাঁড়ায় ২ কেজি ১শ’ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
‎গ্রেপ্তার জাহাঙ্গীর আলম লালমনিরহাট সদর উপজেলার বনগ্রামের ফজল করিমের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

‎পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়