18.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

জমির মালিকানা দাবি করে নীলফামারীর সৈয়দপুরে পাল্টাপাল্টি অভিযোগে সংবাদ সম্মেলন

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে জমির মালিকানা দাবি করে বিএনপি জড়িয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে শহরের ক্যাবল টিভি নেটওয়ার্ক অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বিএনপি সভা রেজাউল করিম রেজা খান চৌমুহনী বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টা চালায় গত ২৭ সেপ্টেম্বর আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। পরে বিষয়টি আপোষ মিমাংসার জন্য ওইদিন রাতে সৈয়দপুর থানায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় ২৯ সেপ্টেম্বর সরেজমিনে জমি মাপযোগ করে অভিযোগের স্থায়ী সমাধান করা হবে। কিন্তু প্রতিপক্ষ আমিনুল ইসলাম জমি মাপযোগ বিষয়ে উপস্থিত না থেকে ৩০ সেপ্টেম্বর রেজাউল করিম রেজা খানসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজের অপবাদ দিয়ে সংবাদ সম্মেলন করেন। এটি অনুষ্ঠিত হয় বিসিক এলাকার একটি গোডাউন ঘরে।
আনিত ওইসব অভিযোগের বিরুদ্ধে গতকাল রবিবার আরেকপক্ষ তথা ব্যবসায়ী ও বিএনপি নেতা রেজাউল করিম রেজা খান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন সাংবাদিক সম্মেলন করে আমিনুল ইসলামের অভিযোগ শতভাগ মিথ্যা বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সিএস ও এসএ রেকর্ডীয় মূল মালিক পাতলি বর্মনের কাছে যেসব ক্রেতা জমি কিনেন সেইসব ক্রেতাদের কাছ থেকে জমি কিনে দোকান নির্মাণ করে বিগত ১৮ বছর ধরে ভোগদখলে আছে রেজা খান। অথচ আমিনুল ইসলাম ভুয়া মালিকানা দাবি করে হঠাৎ করে ২৭ সেপ্টেম্বর ঘটনাস্থলে গিয়ে জমির মালিকানা দাবি করে। এ নিয়ে বিবাদ ঘটলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় বিশিষ্টজনরা আপোষের চেষ্টা করেও আমিনুল ইসলামের অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, বিশিষ্টজন আজিজুল ইসলাম প্রমুখ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়