16.8 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

সৈয়দপুরে সবজির দাম কেজিতে দ্বিগুণ বৃদ্ধি, দিশেহারা খেটে খাওয়া মানুষ

চিকলী নিউজ : টানা বৃষ্টির কারণে নীলফামারী জেলার ছয়টি উপজেলাতেই সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০-১৬০ টাকা বেড়ে বর্তমানে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্না মরিচের দামও আকাশছোঁয়া। এছাড়াও, উসতা, মুলা, কচুর লতি, চিচিঙ্গা, গোল বেগুন, করলা, লম্বা বেগুন, পটল, ধনেপাতা, ঢ্যাঁড়স, বরবটিসহ সবধরনের সব্জির দাম আকাশচুম্বী।

জেলার সৈয়দপুর উপজেলা শহরের কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেশির ভাগ সব্জি ও কাঁচা মরিচ এখন ভোক্তাদের নাগালের বাইরে। করলার কেজি ৭৫ থেকে ৮৫, গোল বেগুন ৮০ থেকে ১০০, লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০, পটল ৮০ থেকে ৯০, কাঁকরোল ৬০, ঝিঙা ৬০ থেকে ৭০, গাজর ১২০ থেকে ১৪০, শসা ৭০-৮০, বরবটি ১০০ থেকে ১২০, টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের আগাম সব্জি বাজারে এলেও দাম রীতিমতো আকাশছোঁয়া। এরমধ্যে শিম ২০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়