নাজমুজ সাকিব,পার্বতীপুর দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পাথরা পাড়া গ্রামের বসতবাড়ী রক্ষা কমিটি ব্যানারে আজ বৃহষ্পতিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে।লিখিত বক্তব্য পাঠ করেন কমিটি সভাপতি নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে ৪ দফা দাবি তুলে ধরেন।দাবিগুলো হচ্ছে- বাড়ীঘর ফাটল এবং বাড়ীর জায়গা দেবে যাওয়ায় সু-ব্যবস্থা করা, আমাদের নতুন পাকা রাস্তার ব্যবস্থা করা, আমাদের সুপেয় পানির সু-ব্যবস্থা করা ও আমাদের ক্ষতিগ্রস্থ এলাকার বেকার ছেলেদের চাকুরির ব্যবস্থা করা। আমাদের এই চার দফা দাবি মেনে না নিলে সংবাদ সম্মেলনের পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে।


