চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে গরুর মাংস ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় মানুষজন গরুর মাংসের পরিবর্তে মুরগি ও মাছ কিনছেন বেশি। দেশের বিভিন্ন এলাকায় গরুর অ্যানথ্রাক্স রোগের প্রার্দূভাব ও মাংস খেয়ে মানুষজনেরও এ রোগে আক্রান্তের খবরে নীলফামারীর সৈয়দপুরে মানুষজন গরুর মাংস ক্রেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যার ফলে মানুষজন গরুর মাংস কেনার চেয়ে মুরগি ও মাছ কিনছেন।

সৈয়দপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান, আমরা সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪ জন করে, শহর এলাকা ও অফিসে আলাদা লোক দিয়ে এ বিষয়ে কাজ করছি এবং পৌর শহরের মাংসের বাজারসহ হাট-বাজারের মাংসের দোকানও তদারকি করছি আমরা। এ বিষয়ে সচেতন থাকলেও কোনো অসুস্থ্য গরু জবাই হচ্ছে কি-না ?
এ রোগ প্রতিরোধে রংপুর ও গাইবান্ধা অঞ্চলে অনেক ভ্যাকসিন সরবরাহ করা হলেও আমাদের এলাকায় মাত্র দেওয়া হয়েছে ১ হাজার ভ্যাকসিন। এরমধ্যে আমরা ৩শ’ ভ্যাকসিন এলাকার খামারীদের গরুদের দিয়েছি। গরুর এ রোগের ব্যাপারে কারো কাছে তথ্য থাকলে তিনি পশু হাসপাতালে জানতে আহবান জানিয়ে বলেন, সৈয়দপুরে এ্যানথ্রাক্স রোগে আক্রান্তের খবর এখনো নেই।


