15.8 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

নীলফামারীর ডোমার উপজেলা জমিয়তের সম্মেলন অনুষ্ঠিত

আনিফ রহমান, (বিশেষ প্রতিনিধি) : জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম- আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭শে সেপ্টেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সম্মেলন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সমবেত হয়। সেখানে অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবেনা। সকল দলের জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরি ও আইন-শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে যথাসময়ে নির্বাচন দিতে হবে। একাত্তর আমাদের স্বাধীনতা এনেছে, তেমনি চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে এদেশে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই সংবিধানে একাত্তর ও জুলাই জাতীয় সনদ উভয়ই আমরা চাই। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা স্বাগত জানায়, কিন্তু আমরা প্রতিহিংসাকে প্রত্যাখ্যান করি।

উপজেলা জমিয়তের আহ্বায়ক আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পুর সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল হাফিজ, হাফেজ মাওলানা মুফতি সলিমুল্লাহ খান প্রমুখ সহ জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ।

কাউন্সিল অধিবেশনে উপজেলা জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা জাহিদ হাসানকে নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটির উপদেষ্টা পরিষদে ৩ জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন- সদ্য সাবেক উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান, আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন ও ক্বারী মাওলানা মুহাম্মদ একরামুল হক।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে আলহাজ্ব মো. বদরুল আলী, একরামুল হক ও মাওলানা মুহাম্মদ শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি উমর ফারুক ও মাওলানা সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান ও দপ্তর সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদুল হাসানের নাম ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়