26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

৭ দিন পর আংশিক উৎপাদনে ফিরলো পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র 

নুর আলম সিদ্দিক,পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সাত দিন বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে উৎপাদনে ফিরেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন  প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের  প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে গত ১৯ অক্টোবর রাতে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর বন্ধ হয়েছিলো ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি।

ফলে পুরো ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল হয়ে পড়ে। দীর্ঘ ৭ দিনের মেরামত শেষে এখন কেন্দ্রটি প্রথম ইউনিটের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুর ১২ টার দিকে বয়লারে ফায়ারিং করা হয়।

এরপর সফলভাবে উৎপাদন শুরু হয় এবং দুপুর থেকে  জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চলছে। তিনি আরও জানান, বর্তমানে প্রথম ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। প্রতিদিন এ ইউনিট  সচল রাখতে ৮০০ থেকে ৯০০ টন কয়লা প্রয়োজন হবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি  ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। তৃতীয়  ইউনিটেও মেরামতের কাজ চলছে এবং শিগগিরই তা উৎপাদনে ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।   

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়