26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

পার্বতীপুরে ১৮১০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ

নুর আলম সিদ্দিক, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার ও আলী রুবেল এবং অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, সূর্যমূখী ও শীতকালীন পেয়াঁজ বিনামূল্যে বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। এর আওতায় ১৮১০ জন প্রান্তিক কৃষক রবি মৌসুমে কৃষি প্রণোদনার এই সুফল পাবেন। এর মধ্যে ১৫০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা, ২৫০ জন কৃষককে ২০ কেজি করে গম, ১০ জন কৃষককে ১ কেজি সূর্যমুখী ওপি, ৩০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী হাইব্রিড ও ২০ জন কৃষককে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বিতরণ করা হয়। অনুরূপভাবে ১৮১০ জনের প্রত্যেক কৃষককেই ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়