26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

পার্বতীপুর ও কাহারোল উপজেলায় ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশীপ বিষয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

নুর আলম সিদ্দিক,পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর ও কাহারোল উপজেলায় ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশীপ বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। গত ৩০ অক্টোবর ২০২৫ থেকে ০৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ও কাহারোল উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। Youth Green Entrepreneurship বিষয়ক ২টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৮-৩৫ বয়সী যুবরা ভবিষ্যৎ সবুজ উদ্যোক্ত হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহন করে। ব্রিটিশ কাউন্সিলের আর্থিক সহযোগিতায় Youth Connect; Youth Green Entrepreneurship Development Project টি ডেমোক্রেসিওয়াচ রংপুর বিভাগের রংপুর ও দিনাজপুরে বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণে পার্বতীপুর ও বিরামপুর উপজেলায় মোট ৬১ জন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের জন্য সবুজ উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রাণ ও প্রকৃতিকে সুরক্ষিত রেখে টেকসই পরিবেশ বান্ধব উদ্যোগ বাস্তবায়ন করার কৌশল ও এর গুরুত্ব সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ পেয়েছে।

অংশগ্রহণকারীরা প্রত্যাশা করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির পাশাপাশি সমাজ তথা বৈশ্বিক ইতিবাচক পরিবর্তন আসবে এবং সবুজ উদ্যোগ বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবকে বিবেচনা করে টেকসই, নিরাপদ ও সৃজনশীল কর্মসংস্থান সৃষ্টি হবে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়