15.8 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করবে এনসিপি

নাজমুজ সাকিব, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) যুগ্ম মূখ্য সমন্বয়ক ডা: মোঃ আব্দুল আহাদ বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে। সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে।


সাধারণ মানুষ ভাতের অধিকার পাবেন। শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের অধিকার পাবেন। এ জন্যই বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়েছেন। বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ নিশ্চিত করা হবে। মধ্যপাড়া পাথর খনির পাথর সরকারি কাজে ব্যবহার করতে বাধ্য করা হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন বন্ধ কার স্বার্থে তা খুজে বের করা হবে। আমরা এনসিপি আপনাদের জন্য কাজ করকে চাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি।


বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে ঐক্য বদ্ধ জনতার গনজমায়েত তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়া তন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে।

জাতীয় নাগরিক পাটি, (এনসিপি) পার্বতীপুর শাখার সমন্বয়কারী তারিকুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পাটি, (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক জাতীয় ছাত্র শক্তি আল মেহরাজ শাহারিয়ার মিথুন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) গাজীপুর জেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) দিনাজপুর জেলা সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব, যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সহসমন্বয়কারী জোবায়দুল ইসলাম, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সমন্বয়কারী বোচাগঞ্জ অধ্যাপক, এম এ তাপছির, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সমন্বয়কারী চিরিরবন্দর সোহেল সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা নারী পুরুষ খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে আসে। পরে শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিন করে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়