17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

সৈয়দপুরে বাউস্টে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১০ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গৃহিত এ সব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্টেজারার লে. কর্নেল ড. শামীম রেজা (অবঃ), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, এবং পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা হিসাববিজ্ঞানের পেশাগত গুরুত্ব, নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর হিসাবচর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

এতে অন্যান্যদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রধান, শিক্ষকবৃন্দ, রংপুর বিভাগের স্বনামধন্য কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়