17 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

বাংলাদেশ রেলপথের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

চিকলী ডেস্ক নিউজ : দেশে সম্প্রতি ঘটতে থাকা বিভিন্ন নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বুধবার (১২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে রেলের বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে এই নির্দেশ দেয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা। বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার প্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন ও ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রেল অবকাঠামো ও চলন্ত ট্রেনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সর্বস্তরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়