17.3 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

পার্বতীপুরে ছয় জন ডাক্তার নিয়ে এনসিপির ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন

নুর আলম সিদ্দিক, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়নের সেরাজুল হুদা দি-মূখী উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) উদ্যোগে (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সারাদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হেড অফ হেলথ উইং নির্বাহী কাউন্সিলের সদস্য ন্যাশনাল এলায়েন্স হেলথের সদস্য সচিব, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে এমপি পদপ্রার্থী রেসিডেন্সিয়াল নিউরো সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ।

তিনি ও তার স্ত্রী সহ ৬ জন ডাক্তার সকাল ১০টা থেকে রোগী দেখা শুরু করেন। অন্যান্য পাঁচ জন ডাক্তার ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের গাইনী ডাঃ ফারজানা আক্তার মীম (এমবিবিএস), দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ শফিকুল ইসলাম (এমবিবিএস), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডাঃ মুহাম্মদ আব্দুস সালাম (এমবিবিএস), ডাঃ ফাত্তাহুন নবী খান এমবিবিএস (সি ইউ) পি জি টি, সি এম ইউ (আল্ট্রা-পিক্সেল), ডাঃ মোস্তাফিজুর রহমান (এমবিবিএস) সিএমইউ, পিজিটি (মেডিসিন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, এনসিপির পার্বতীপুর উপজেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম, সার্বিক সহযোগিতায় ছিলেন, জাতীয় নাগরিক পার্টি’র উপজেলা নেতৃবৃন্দ সমাজসেবক জহির, জোবায়দুল হক, ইসমাইল হোসেন, আব্দুর রউফ সরদার, জয়নাল আবেদীন, সামসুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফ্রী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশাজীবির শিক্ষক, ছাত্র-ছাত্রী, বয়স্ক পুরুষ-মহিলা শিশু সহ স্থানীয় গরীব-মেহনতি মানুষ। ফ্রী ক্যাম্পেইনে চিকিৎসা সেবা পেয়ে রোগীরা ডাক্তার আব্দুল আহাদের প্রতি দোয়া ও সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের অনুরোধ জানান।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়