চিকলী নিউজ : নীলফামারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে পৌর এলাকার নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মতিউর রহমানের মেয়ে সাফরিন আক্তার (৬) ও কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে তানহা আক্তার (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি পরিবারের সঙ্গে কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকত। দুপুরে খেলাধুলা শেষে তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে গেলে স্থানীয়রা তা দেখে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, পুকুরের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।


