চিকলী নিউজ : আগামী ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।
উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাপ্তাহিক চিকলী’র পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মোঃ নুর আলম সিদ্দিক। ইতিমধ্যেই তিনি পার্বতীপুর প্রেসক্লাব নির্বাচনের লক্ষ্যে কার্যনির্বাহী সদস্য পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং আজ ২৩ নভেম্বর তা দাখিল করেন।
পার্বতীপুর প্রেসক্লাব নির্বাচনের অংশগ্রহণকারী বেশিরভাগ পদের প্রার্থীগণই আজ শেষ দিবসে প্রিজাইডিং অফিসারের নিকট তাঁদের মনোনয়ন ফরম দাখিল করেন। তিনি পার্বতীপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক সহযোদ্ধা ও ভোটার গণসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদেরকে সালাম ও শুভেচ্ছা জানান।

নুর আলম সিদ্দিক বলেন, পার্বতীপুরের সাংবাদিকতায় আমার সংশ্লিষ্টতা ও সার্বিক দিক বিবেচনা করে আমাকে কার্যনির্বাহী সদস্য পদে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এছাড়াও তিনি সকল সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।


