চিকলী নিউজ : নীলফামারীর জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিসিনিউজ টুয়েন্টিফোর ডমকম এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত শনিবার (২৩ নভেম্বর) রাতে সৈয়দপুর শহরের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার ৩য় তলায় রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শওকত হায়াত শাহ্। এতে স্বাগত বক্তব্য রাখেন সিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে আগত সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পোর্টালটির চীফ রিপোর্টার আমির হোসেন।


