চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে ছাব্বিশ কেজি পাঁচশত গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সৈয়দপুর থানাধীন নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাওনা টু পঞ্চগড় গামী ষ্টার ট্রাভেলস’ নামক যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৯ ) বাসে বিশেষ অভিযান পরিচালনা করে বাসের বি-১ সিটের লকারে রাখা টোকেনযুক্ত ব্যাগ ও কার্টুনে তল্লাশী করে ছাবিবশ কেজি পাঁচশত গ্রাম গাঁজাসহ একটি বাটন মোবাইল ফোন ও বাসের টিকেট জব্দ কর হয় ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আনুমানিক মূল্য দশ লক্ষ ষাট হাজার টাকা। গ্রেফতারকৃত মোঃ জুয়েল মিয়া (৩৮), জামালপুর জেলার জামালপুর সদর থানার ১৩ নং মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকার মোঃ ইসমাইল হোসেন ছেলে।
পরে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে । মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


