17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

দিনাজপুর-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীকে শুভকামনা জানালেন জামায়াতের প্রার্থী

নুর আলম সিদ্দিক, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ (০৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরই ধারাবাহিকতায় সংসদীয় আসন-১০  দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) নির্বাচনী আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। এদিকে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পর বিএনপি’র এই প্রার্থীকে শুভকামনা জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

তাঁর ব্যবহৃত নিজস্ব ফেসবুক পেজ থেকে তিনি একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, শুভেচ্ছা ও অভিনন্দন  এ কে এম কামরুজ্জামান ভাই। দিনাজপুর—৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এ কে এম কামরুজ্জামান। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পাওয়ায় এ কে এম কামরুজ্জামান ভাইকে ব্যক্তিগতভাবে আমি শুভেচ্ছা জানাই।

গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভিন্ন চিন্তা ও দর্শন নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকবেই। আমরা আমাদের রাজনৈতিক চিন্তাধারা জন পরিসরে তুলে ধরবো ইনশাল্লাহ; দিনশেষে জনতাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। 

আশাকরছি, পারস্পরিক শ্রদ্ধা আর জনগণের মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারবো। তিনি আরও বলেন, ধন্যবাদ, দিনাজপুর-৫ আসনের সর্বস্তরের জনগণ আশাকরছি একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিয়ে শান্তিকামী মানুষের প্রতিনিধি নির্বাচনে সহযোগীতা অক্ষুণ্ণ রাখবেন।

জামায়াত নেতা আনোয়ার হোসেনের এমন বিবৃতি প্রকাশের পর থেকেই তাঁর নির্বাচনী এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষ ও ভোটারের মধ্যে একটি ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়েছে।

নেটিজেনদের মধ্যে অনেকেই এটিকে সাদরে গ্রহণ করেছেন এবং এটিকে তাঁদের নিজস্ব নির্বাচনী মাঠকে সু-সজ্জিত রূপ দিয়েছে বলে মনে করছেন। 

এটি একটি রাজনৈতিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণের প্রক্রিয়া এবং রাজনৈতিক সৌন্দর্যের প্রতীক হিসেবেও মনে করছেন সাধারণ ভোটারদের অনেকেই।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়