17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা নিলো প্রধান শিক্ষক, পিয়ন ও অভিভাবক

চিকলী নিউজ : নীলফামারী সদর উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেয়েছেন প্রধান শিক্ষক, পিয়ন ও অভিভাবকরা। এতে উপজেলার ২৪ হাজার ১৭২ জন শিক্ষার্থীর ভোগান্তির শেষ নেই।

টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম মানিক জানান, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে ৮ নভেম্বর থেকে শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার প্রতিশ্রুতি দিলে তারা কর্মসূচি স্থগিত করে ঢাকা ত্যাগ করেন। কিন্তু এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

গত সোমবার (১ ডিসেম্বর) থেকে পরীক্ষা শুরু হয়েছে। সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় পরীক্ষায় দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক, পিয়ন ও অভিভাবকরা। কর্মবিরতিতে থাকা শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান জানান, সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি পালন করায় তারা পরীক্ষা বর্জন করেছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়