17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন 

নুর আলম সিদ্দিক, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।


সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও পার্বতীপুর বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। এসময় তার সাথে ছিলেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসাইন রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক, জিআরপি রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এরপর রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। বিজয় দিবসের মূল কর্মসূচী পালিত হয় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। এখানে পার্বতীপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুল ১৮ টি ইভেন্টে পুরষ্কার লাভ করার গৌরব অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেয়।

এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাগণের জন্য এক সংবর্ধ্বনার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। তারপর উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় দিবস উপলক্ষে তারুণ্যের উৎসব শীর্ষক ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। সবগুলো কর্মসূচিই পালিত হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়