17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

সৈয়দপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

চিকলী নিউজ : সারাদেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুরেও যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী পালন করেন।

কর্মসূচীর মধ্যে ছিল-দিবসের শুরুতে শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা সড়কস্থ স্থানীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ, সকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের তালে-তালে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট, শহীদ পরিবার ও বীর-মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারীরিক কসরত ডিসপ্লে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, বিকেলে যুবক ও বয়স্কদের ফুটবল-কিক্রেট খেলা, পুরস্কার বিতরণ, সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবস উপলক্ষে উপজেলার সকল সরকারি-বসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্বা প্রভৃতি।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথ জিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা।

সৈয়দপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত মার্চপাস্টে নেততৃত্ব দেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভমি) মেহেদি ইমাম, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সকল কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন ও সংবাদকর্মীগণ।

এছাড়াও দিবসটি পালনে রেলওয়ের সৈয়দপুর বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ গুণীজন পৃথকভাবে বিস্তারিত কর্মসূচী পালন করে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়