18.8 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আনিফ রহমান (বিশেষ প্রতিনিধি) নীলফামারী : জোটের প্রার্থী প্রত্যাহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি থেকে ১২-নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে প্রকৌশলী মো. শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ডোমার উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তৃণমূল নেতা-কর্মীদের দাবি পূরণে লাগাতার ও বৃহত্তর কর্মসূচি প্রদানের ঘোষণা দেন নেতারা।
শুক্রবার (২৬শে ডিসেম্বর) সন্ধ্যায় মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে ডোমার শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সাধারণ নেতা-কর্মীরা। পরে ঐতিহাসিক বাটার মোড়ে মিছিলটি এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সেখানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোজাফফর আলী, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয় প্রমুখ।

এছাড়া গতরাত থেকেই ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে মিছিল, সভা-সমাবেশ, মশাল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন দলীয় নেতাকর্মীরা। উপজেলা শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী সহ ডোমার পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর প্রবাসে নির্বাসনে থেকেও নীলফামারী-১ আসনকে বিএনপি ও ধানের শীষের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত করেছেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তার অনুপস্থিতিতে তারই পিতা অধ্যাপক রফিকুল ইসলাম এই আসনে ২০১৮ সালের নির্বাচনে মাত্র একঘণ্টার মধ্যে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। একই নির্বাচনে বর্তমান জোট মনোনীত প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পেয়েছিল মাত্র কয়েক হাজার। জোটের প্রার্থীকে মানতে নারাজ তৃণমূলের সাধারণ নেতা-কর্মীরা।” ডোমার-ডিমলা বিএনপির প্রাণপুরুষ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে পুনর্বিবেচনার মাধ্যমে আসনটি থেকে দলীয় মনোনয়ন প্রদানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিএনপি-জমিয়ত সমঝোতার মাধ্যমে প্রথম থেকে প্রার্থী না রাখা নীলফামারী-১ আসনে জোটের আওতায় জমিয়ত মহাসচিব মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ছেড়ে দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তের সাথে বৈঠক শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী না রেখে বরং জমিয়তের খেঁজুর গাছ প্রতীকের আফেন্দীকে সমর্থন প্রদানের ঘোষণা।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়