18.8 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম

চিকলী ডেস্ক নিউজ : বগুড়া-৪ আসন থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মনোনয়ন উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। এখন ঢাকায় আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
হিরো আলম বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-৪ আসনের জন্য বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য তাকে ফেরত পাঠানো হয়।

পরে কাগজপত্র সংশোধন করে পুনরায় রিটার্নিং কার্যালয়ে আসতে আসতে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে আর মনোনয়নপত্র জমা দিতে পারিনি।
তিনি আরও বলেন, ঢাকায় আপিল করার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখি এ ব্যাপারে কি করা যায়।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, হিরো আলম মনোনয়নপত্র উত্তোলন করলেও সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। তাকে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়