26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

আত্মসম্মান ও জীবনের নিরাপত্তাহীনতার শিকার এক প্রাইমারী শিক্ষিকার সংবাদ সম্মেলন

নুর আলম সিদ্দিক, পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর ঝাউপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আজ সোমবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি তার স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা খাতুন ও সহকারী শিক্ষিকা তৈয়বা খাতুন শিক্ষিকা আফরোজা খাতুনকে কারনে আকারনে মানসিক ও শারিরিক নির্যাতন করে আসছে। আফরোজা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বিভিন্ন সময়ে দায়িত্বরত অবস্থায় ঘুমাতেন এবং বিলম্বে বিদ্যালয়ে আসতেন। এসব কারনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানে বিঘ্ন ঘটে।

আমি এই সমস্যাগুলির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেও কোন প্রতিফার পাইনি। বরং উল্টো কর্মকর্তাদের নির্লিপ্ততার সুযোগে আসমা-খাতুন তার আত্মীয় স্বজনকে লেলিয়ে দিয়ে আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি আমার মাকে নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছি। আমার মাকে যে কক্ষে বসিয়ে রাখা হয় সেই কক্ষের জানালার পাশে কীটনাশক বিষের পানি ছিটিয়ে রাখা হয়। এছাড়াও আমাকে বলা হয় যে, মাকে নিয়ে বিদ্যালয়ে আসবেন না।
আসমা খাতুনের শ্বশুর বাড়ি বিদ্যালয় সংলগ্ন গ্রামে হওয়ায় তিনি তার ফুপা শ্বশুর ও অজ্ঞাত সন্ত্রাসী যুবকদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। তারা আমাকে বাস্তাঘাটে আটক করে উত্তক্ত করে। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার নিরাপত্তা হীনতার বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাগনের দৃষ্টি আকর্ষন করছি।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়