চিকলী নিউজ : নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। ওই গ্রামের প্রায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ একযোগে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির উদ্যোগে দোলাপাড়া ভবেতরণী দুর্গা মণ্ডপ চত্বরে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল।

এসময় যোগদানকারীরা স্লোগান দেন “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোলাপাড়া ভবেতরণী দুর্গা মণ্ডপের সভাপতি গজেন্দ্রনাথ রায়।


