চিকলী নিউজ : গরু না থাকায় ৩৫ বছর ধরে স্ত্রী ছকিনা বেগমকে নিয়ে বুঁক দিয়ে তেলের ঘানি টানা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলীর (৬৫) জীবন কাহিনী নিয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশের পর পরিবর্তন আসতে শুরু করেছে তেলের ঘানি টানা বৃদ্ধ দম্পতির জীবনে।
সংবাদ প্রকাশের পর অনেক সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যা’ থেকে এখন মোস্তাকিনের উঠছে নতুন ঘর। ৬৫ বছর বয়সি মোস্তাকিন আলী একটু কাজ করলেই হাঁপিয়ে ওঠেন। শরীরে আর আগের সেই শক্তি নেই। তবুও ৩৫ বছর ধরে বুকের জোরেই টানছেন তেলের ঘানি। কারণ, গরু কেনার সামর্থ্য নেই। তার এই সংগ্রামে পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম।

সংবাদকর্মীরা সরেজমিন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের মোস্তাকিনের বাড়িতে গেলে দেখা যায়, পুরোনো টিনের ছাপড়া ঘরের পাশে নির্মাণ হচ্ছে নতুন টিনের ঘর। শুধু ঘরই নয়, নতুন ঘরের পাশে বসানো হবে একটি বিদ্যূৎচালিত তেলের ঘানি মেশিন। এবার আর শরীরের জোরে নয়, মেশিনেই চলবে ঘানি।
নিজের জীবনে এমন পরিবর্তনে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, আগে সাংবাদিকরা এসে আমার ভিডিও করেছিল। এরপর অনেক মানুষ সাহায্য করছে। এখন নতুন ঘর হচ্ছে, মেশিন বসবে। আমি খুব খুশি। যারা সাহায্য করছে, আল্লাহ তাদের সুখে রাখুক।


