চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুরে অনলাইনে থাই ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো.আকতার হোসেন।
আটককৃতরা হলেন সৈয়দপুর উপজেলা ধলাগাছ মাঝাপাড়া এলাকার মো. মুন্না ইসলাম (২০) একই এলাকার মো.সানজিদ রায়হান (২২)।

নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ জানান, জেলা গোয়েন্দা নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁদের দুইজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়েছে। পরে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


