17.1 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

নীলফামারী-৪ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন আবু সালেহ মুসা

চিকলী নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক আবু সালেহ মুসা।

দেখা গেছে-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আগে থেকেই সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন সহ ভোটার এলাকায় ঘুরে ঘুরে দোয়া চাচ্ছেন তিনি।

সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী আবু সালেহ মুসা এক সাক্ষাৎকারে জানান, আমার জন্মস্থান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নে। আমি দেখে আসতেছি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ উপজেলা উন্নয়নে অবহেলিত। সৈয়দপুর উপজেলা শিল্পনগরী হওয়ায় কিছুটা উন্নত হলেও কিশোরগঞ্জ উপজেলা অবহেলিতই থেকে গেছে।

আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণ যদি তাদের মূল্যবান ভোট দিয়ে জয়লাভ করান তাহলে অবহেলিত কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার উন্নয়নে কাজ করে যাব। বিশেষ করে শিক্ষাখাত, যোগাযোগ ব্যবস্থা,অবহেলিত এলাকায় বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প কারখানা গড়ে তোলাসহ সকল উন্নয়ন মুলক কর্মকান্ডে সততার সঙ্গে কাজ করতে আমি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

সেই সাথে আমি যেন সারা জীবন মানুষের সেবক হিসেবে আপনাদের মাঝে কাজ করতে পারি এ দোয়া করবেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়