26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

নিয়ন্ত্রণে কড়াইল বস্তিতে লাগা আগুন

চিকলী ডেস্ক নিউজ : টানা পাঁচ ঘণ্টা পোড়ার পর অবশেষে নিয়ন্ত্রণে এলো রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। ফায়ার সার্ভিস ১৯টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ১০টার দিকে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, তিন দিক থেকে আগুন সীমিত করা গেছে। বাকি থাকা একটি দিকের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে।

ফায়ার সার্ভিস জানায়, শুরুতেই ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম ইউনিট পৌঁছাতে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। সরু রাস্তা, যানজট ও মানুষের ভিড়ের কারণে বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে সময় নেয়।

পরিচালক বলেন, ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু কারণেও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির মতো ঘটনায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, পানির ঘাটতি না থাকলেও আগুন লাগার স্থানে পানি পৌঁছাতে সময় লাগছে। এলাকা বড় হওয়ায় পাইপ জোড়া দিতে হচ্ছে বহু জায়গায়।

এর আগে বিকেল ৫টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কার্যক্রম শুরু করে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়