26.7 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

সৈয়দপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান

চিকলী নিউজ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সৈয়দপুরে পাঁচজন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে ওই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে “নারী ও কন্যাদের সহিংসা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” দিবসের এবারের প্রতিপাদ্যের এর ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহিন, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াৎ শাহ, অদ্যম নারী পুরস্কারপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা প্রমুখ।

আলোচনা শেষে উপজেলার পাঁচজন অদম্য নারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়েছে। এবারে অদম্য নারী হিসেবে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. আঞ্জুয়ারা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মরিয়ম নেছা, সফল জননী মোছা. মুর্শিদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার ক্ষেত্রে মোছা. কল্পনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে উদ্যোক্তা খন্দকার আবিদা সুলতানা রিয়া।

অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল প্রামানিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, অদম্য নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়