18.8 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬

একই আসনের প্রার্থী বাবা-ছেলে

চিকলী নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক। একই আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন নিয়েছেন তার ছেলে ইরফান আলম ইকু। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী ৪ আসন। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সিদ্দিকুল আলম সিদ্দিক। এবারও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অপরদিকে একই আসনে তার ছেলে ইরফান আলম ইকু মনোনয়ন ফরম সংগ্রহ করায় এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, আমি জনগণের সেবায় কাজ করতে চাই, এলাকার মানুষ আমাকে চেয়েছে এজন্য আমি আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি। তবে কোনো দল থেকে নির্বাচন করবো কিনা সেটা সিদ্ধান্ত হয়নি। আমার ছেলে মনোনয়ন নিয়েছে বিষয়টি শুনেছি। ভোটের মাঠে জনগণই বলবে কে জয়ী হবে।

তার ছেলে ইরফান আলম ইকু বলেন, আমি প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

সৈয়দপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মাজিদুর রহমান বলেন, অফিস থেকে কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে তারাও মনোনয়ন ফরম নিয়েছেন।
প্রসঙ্গত, নীলফামারী-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোত্তাকিন, সাবেক ছাত্রদল নেতা এস এম মামুনুর রশীদ মামুন এবং বিএনপি কর্মী রানা সরকারও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়